নগরীতে জেলা প্রশাসনের অভিযানে ২৭ মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা ২৭ মামলায় ১৪,৬০০ টাকা অর্থদণ্ড করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসন, চট্টগ্রামের ছয়জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান রাত ৮ টার মধ্যে বন্ধ করতে প্রচারণা চালানো হয়। পাশাপাশি বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিংমলে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হয়।

এ সময় পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ২ টা মামলায় মোট ৫৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান পাঁচলাইশ ও চাঁদগাও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনায় ০৩ টি মামলা দায়ের করে ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

অপরদিকে চকবাজার ও বাকলিয়ায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান, তিনি এ সময় ৭ টা মামলা দায়ের করে ৩৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এছাড়াও নগরীর আকবরশাহ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম অভিযান পরিচালনা করার সময় ০৫ টি মামলা দায়ের করে ১৩০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরীর পৌর জহুর হকার্স মার্কেট, জামালখান ও ডিসি হিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ১০ টি মামলা দায়ের করে মোট ৩৬৫০টাকা অর্থদণ্ড আদায় করেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে জেলা প্রশাসন, চট্টগ্রাম নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, চট্টগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.