চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১১৬২ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৪৭ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১২৩ জন এবং বিভিন্ন উপজেলার ১২৪ জন।
চট্টগ্রামে ১০ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে, সোমবার (২৪ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৬ নমুনা পরীক্ষা করে ৮৫ জনের পজিটিভ। মহানগরে ১১ জন, ৭৪ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৩৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪৬ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২৯ জন। বিভিন্ন উপজেলায় ১৭ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৫ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১২ জন, উপজেলায় ১৩ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৭০ টি নমুনা পরীক্ষায় ২৩ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১৭ টি, উপজেলায় ৬ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৭ নমুনা পরীক্ষায় ১৮ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১৬ জন, ভিবিন্ন উপজেলার ২ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫০ নমুনা পরীক্ষায় ১৯ জন পজিটিভ, নগরে ১৫ জন, উপজেলায় ৪ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৫ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের পজিটিভ। মহানগরে ৯ জন এবং উপজেলায় ৫ জন।
আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ১৭ টি নমুনা পরীক্ষায় ৯ জন পজিটিভ। মহানগরে ৭ জন, উপজেলায় ২ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৮ টি নমুনা পরীক্ষায় জনের পজিটিভ। জনই উপজেলার।
মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ নমুনা পরীক্ষায় ৭ জনের পজেটিভ। নগরে ৭ জন, উপজেলায় জন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের পজেটিভ। ১ জনই উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫৬ হাজার ৮৮০ জনে। এর মধ্যে মহানগরীতে ৪৪ হাজার ৬২৭ জন, উপজেলায় ১২ হাজার ২৫৩ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ৬৬৬ জন। মহানগরীতে ৪৬৪ জন, বিভিন্ন উপজেলায় ২০২ জন।