চট্টগ্রাম নগরজুড়ে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি ও সরকার নির্দেশিত আইন না মানায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬ রেস্টুরেন্টকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ জুন) প্রশাসনের ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত জি ই সি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অন্যদিকে, ২নং গেইট ও মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনন আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হকের নেতৃত্বে খুলশী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে।যার ফলে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হবে। গতকাল জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরও বলেন,আজকের মোবাইল কোর্টে সরেজমিনে দেখা যায় নিষেধাজ্ঞা থাকলেও অনেক রেস্টুরেন্ট রাত ৮ঃ০০ টার পর খোলা ছিলো এবং অর্ধেক আসন ব্যাবহার করার কথা থাকলেও অনেক রেস্টুরেন্টে পরিপূর্ণভাবে তারা সেবা প্রার্থী বসিয়ে খাবার পরিবেশ করছেন যার ফলে তাদের অর্থদণ্ড করা হয়।পাশাপাশি আগামীকাল থেকে ৮টার পর খোলা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।