সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭২ বছর’এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাটিরাঙ্গায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
(২৩জুন) মঙ্গলবার সকালে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ, কেক কাটা, আলোচনা সভাসহ নানা কর্মসূচী হাতে নেয় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ।
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল মিয়াসহ প্রমুখ।
জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ শেষে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোনাসভা কর হয়। এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। সে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারকে জয় যুক্ত করার আহবান জানান।
এ সময় পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন।