কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত এক নারী মাদক কারবারি আটক হয়েছে।
সে টেকনাফ পৌরসভা ৬নং ওয়ার্ড কুলালপাড়া এলাকায় বসবাসকারী মো.আইয়ুব স্ত্রী পুরাতন রোহিঙ্গা উম্মে হাবিবা প্রকাশ খলিফা (৪০)। এসময় তার কাছ থেকে ২ হাজার, ৪০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের চলমান মাদক বিরোধী এ অভিযানের সত্যতা নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ২২ জুন (মঙ্গলবার) গোপন সংবাদের তথ্য অনুযায়ী, এসআই রোকসানা, এসআই সানাউল ইসলাম, ও মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল বিকাল সাড়ে ৫টার দিকে আটক মাদক ব্যবসায়ীর বসতবাড়ীর বিছানার নিচ থেকে ২০৪০ পিস ইয়াবাসহ উক্ত নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
ওসি বলেন, অভিযান চলাকালীন সময়ে উদ্ধারকৃত ইয়াবা গুলোর সাথে জড়িত আটক নারীর সহযোগীর মেয়ের জামাই কৌশলে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী মেয়ের জামাইকেও পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। ২৩ জুন (বুধবার) সকালে আদালতের মাধ্যমে আটক নারী মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরন করা হবে।