কক্সবাজারে ৪ সাপুড়েকে কারাদন্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের পাহাড়ি এলাকা থেকে সাপ ধরে পাচারের অভিযোগে চার সাপুড়েকে জরিমানা ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- ইয়াছিন আরাফাত, মো. সোহেল. মেরেরাজ ও মো. নাছিম। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলায়।

মঙ্গলবার (২২ জুন) বিকালে তাদের জনপ্রতি ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড দেন কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমির রঞ্জন সাহা জানান, শহরের পূর্বলাইট হাউজস্থ হালিমা পাড়া পাহাড়ি এলাকা থেকে একদল সাপুড়ে সাপ ধরে নিয়ে যাচ্ছে; এমন খবরে দক্ষিণ বনবিভাগের লোকজন সেখানে যায়।

এসময় চারটি সাপসহ চারজন সাপুড়েকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই চার সাপুড়েকে জরিমানা ও কারাদন্ড দেন সদর এসিল্যান্ড। এসময় বনবিভাগের কলতলী বিট অফিসার মো. সোহেল রানাসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।

সোহেল রানা বলেন, সাপ গুলো সন্ধ্যার দিকে দরিয়ানগর পার্কে অবমুক্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.