চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহাকে কর্ণফুলী থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বদলি করা হয়েছে।
রবিবার (২০ জুন ) চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।
একই আদেশে খাগড়াছড়ির রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তারকে কর্ণফুলীর এসিল্যান্ড হিসেবে পদায়ন করা হয়েছে।তিনি ৩৫তম বিসিএসের ক্যাডার তার নিজ জেলা নেত্রকোনা।
প্রসঙ্গত, তিনি কর্ণফুলী উপজেলায় করোনার শুরু থেকে সাধারণ মানুষ যখন আতঙ্কিত ছিলো, তখন থেকেই স্বাস্থ্যবিধি মানাতে যেভাবে মাঠে নেমেছেন, এটি ছিল সত্যিই প্রশংসনীয়।
তাছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়মিত উপজেলার বাজার মনিটরিং করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে অবদান রেখেছেন। পাশাপাশি উপজেলা ভূমি অফিসে সাধারণ মানুষের কাছে কাঙ্খিত সেবা পৌঁছাতে বেশ ভূমিকা রেখে সরকার তথা চট্টগ্রাম জেলা প্রশাসনের সুনাম বৃদ্ধি করেছেন।