চট্টগ্রাম সার্কিট হাউসে মহানগর আওয়ামী লীগের সাথে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের আজ সোমবার (২১ জুন) মতবিনিময় সভায় চট্টগ্রামের নেতারা নিজেদের বিভিন্ন অভাব অভিযোগ করেছেন।
কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী অভিযোগ করে বলেছেন ‘আমাদের সরকারের আমলে এই চট্টগ্রামে ওয়াসাসহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের প্যানেল লয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন সরাসরি জামায়াতের লোক।’ একই ভাবে চট্টগ্রাম বন্দরেও সরাসারি জামায়াত পন্থি প্যানেল লয়ার নিয়োগ পেয়েছেন। আমাদের মহানগর আওয়ামীলীগে কি যোগ্য লোকের এতই অভাব রয়েছে ! আমাদের সরকারের আমলে আমাদের কোন লোক মূল্যায়ন হয়না! উনাদেরকে কারা সুপারিশ করেন আমাদের জানা নেই।’
মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর তার বক্তব্যে অভিযোগ করে বলেন, আমাদের সরকার একটানা ১২ বছর ক্ষমতায়। এই ১২ বছরে চট্টগ্রামে কোন সরকারি প্রতিষ্ঠানে আমাদের-মহানগর আওয়ামীলীগের কোন নেতা সরকারি প্রতিনিধি হিসেবে নিয়োগ পাননি। আমি চট্টগ্রাম ওয়াসার বোর্ডের প্রতিনিধি হিসেবে নিয়োগের জন্য সুপারিশ নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমারটা গ্রহণ করা হয়নি।
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেছেন, ‘ আমি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। প্রতি বছরের মতো এই বছরও আমরা নগরীর বিভিন্ন ওয়ার্ডে ৫০ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছি।
মাহবুবুল হক মিয়া বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আমরা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ঐক্যবদ্ধ আছি।
মহানগর আওয়ামীলীগের কার্যকারী সদস্য হাজী বেলাল আহম্মদ তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী চট্টগ্রামের বাঁশখালীর মৌলভী ছৈয়দকে রাষ্ট্রীয় পদক দেয়ার দাবি জানিয়ে বলেন, প্রতি বছর নানান ক্ষেত্রে অবদানের জন্য অনেকজনকে রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয়। অনেক ব্যবসায়ীকেও পুরস্কার দেয়া হয়। অথচ বীর মুক্তিযোদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতবাদকারী শহীদ মৌলভি ছৈয়দকে এখনো পর্যন্ত কোন রাষ্ট্রীয় পদক দেয়া হয়নি। আমি অকুতো ভয় বীরকে রাষ্ট্রীয় পদক দেয়া জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি।