মুজিবববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের পুর্নবাসনের জন্য জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় (ভার্চুয়ালি) এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (২০ জুন ) দুপুরে উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের ন্যায় বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ১ম ও ২য় পর্যায়ে মোট ৪৭টি ঘরের ভূমির খতিয়ান সহ ঘরের সনদ উপকারভোগীদের হাতে তুলে দেন চট্টগ্রাম ০৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা বন চৌধুরী, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।