চট্টগ্রামের আকবর শাহ থানার রূপনগর এলাকায় অভিযান চালিয়ে মো.আজিজুর রহমান (২২) নামে এক অস্ত্রধারী যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শনিবার (১৯ জুন) সন্ধ্যায় এক অভিযানে তাকে আটক করা হয়।আটক আজিজুর রহমান রনি রাংগুনিয়া থানার মধ্যম পারুয়া এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে। তিনি বর্তমানে নগরীর আকবর শাহ থানার কাঁচা বাজার এলাকার বিশ্ব কলোনীতে বসবাস করেন।এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র সহ ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি আজ রোববার (২০ জুন) বিকেলে র্যাব-৭ এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
র্যাব সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানাধীন রূপনগর এলাকায় জনৈক ব্যক্তির পরিত্যক্ত দু’চালা টিনের ঘরের ভিতর মাদকদ্রব্য ও অস্ত্র সংরক্ষিত রাখা আছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে সংবাদদাতা আজিজুর রহমানের দেখানোমতে নির্মাণাধীন বর্ণিত স্থানে বিল্ডিং সামগ্রীর নীচ হতে ০১ টি দেশীয় অস্ত্র এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করে।
পরে আটক আসামি ও উদ্ধার আলামত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।