মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা: মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে দ্বিতীয় দফায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে তিনি এসব ঘর উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা উপজেলায় অডিটোরিয়ামে উপজেলার গৃহহীন ১০৯ পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাইদ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বর্ণাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর ও উপকারভোগী মৃদুল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগের ফলেই সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায় গৃহহীন ও ভুমিহীন পরিবারগুলো মাথা গোজার ঠাই পেল।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এমন ঘোষনার সুফল পাচ্ছে ও পাবে মাটিরাঙ্গার গৃহহীন মানুষ। ইতিমধ্যে যারা ঘর পেয়েছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন এবং বাড়ির আশেপাশে গাছ লাগাবেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পোগ্রামার রাজীব রায় চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ছাড়াও সরকারী পদস্থ কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত সারাদেশে প্রথমধাপে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রধান এবং ৩হাজার ৭শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুনবার্সন করা হয়েছে। আজ দ্বিতীয় দফায় ৫৩ হাজার ৩৪০ টি পরিবার জমিসহ ব্যারাকে পুনবার্সন করা হয়েছে।