নগরীর পতেঙ্গা থানার রিফাইনারি গেইট এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মো. কাউছার খান জিহাদ(২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৯ জুন, শনিবার সন্ধ্যায় রিফাইনারি গেইট এলাকার ৫ নং গলির ভিতর পরিত্যক্ত একটি বাড়িতে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কাউছার ফেনী সদর দৈলিয়া ফজলুল করিম মেম্বার বাড়ি মুস্তাফিজুর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতাল’র পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, পতেঙ্গায় রিফাইনারি গেইট এলাকার ৫নং গলির ভিতর একটি পরিত্যক্ত বাড়িতে এঙ্গেলের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত কাউছার কাউসার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।পরে পুলিশ খবর পেয়ে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মরদেহে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।