চট্টগ্রামে গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ১২ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নগরীর সিটি গেইট মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত রেজা বলেন, বেশিরভাগ গাড়ি হাইড্রোলিক হর্ণ ব্যবহার করছে। এ হর্ণ ব্যবহারের কারণে সাধারণ মানুষের মানসিক সমস্যা হয়ে থাকে।
অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাড়িতে হাইড্রোলিক হর্ণ পাওয়া যায়। এতে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।