খেলোয়াড়দেরকে সবসময় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হয়। নিজের প্রতি আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল আর লক্ষ্য অটুট থাকলে জয় থেকে কেউ বিচ্যুত হতে পারে না। অতীতের সফলতা বা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে খেলোয়াড়দেরকে ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।
আজ ৩০ সেপ্টেম্বর দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সিজেকেএস সিডিএফ এ আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ-২০২১ এ অংশগ্রহনকারী চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সভাপতি জসীম আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন পরিচালক যথাক্রমে মো ইলিয়াস, বোয়ালখালী উপজেলা পৌরসভার মেয়র জহুরুল ইসলাম, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, ওয়াহিদুল আলম শিমুল, আবদুর রশিদ লোকমান সহ সংশ্লিষ্ট খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন ।