উখিয়ায় গৃহহীনদের মাঝে ঘর ও দলিল হস্তান্তার নিয়ে প্রেস ব্রিফিং

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

উখিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুন) ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রকল্প পরিচালক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ উখিয়া জোনাল অফিসের ডিজিএম মো. গোলাম সরওয়ার মোরশেদসহ উখিয়া উপজেলার কর্মরত মিডিয়া/ সংবাদকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘উখিয়া উপজেলায় বরাদ্দকৃত ১৪৫টি ঘরের দলিল ও ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। ‘ এছাড়াও চলতি বছরে তৃতীয় পর্যায়ে আরও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হবে বলে প্রেস ব্রিফ্রিংয়ে অবহিত করেন তিনি।

উল্লেখ্য,আগামীকাল ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নির্মিত ঘর ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.