মোঃ শহিদুল ইসলাম রানা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে এক মসজিদের ইমামকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার ১৮ জুন আমুমানিক রাত সাড়ে আটটার দিকে এই হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে।উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মসজিদের ইমামের নাম মোঃ ওমর ফারুক (৪৫)।স্থানীয়দের কাছ থেকে তথ্য মতে তাঁর পূর্বের নাম ছিল ফাতেহা ত্রিপুরা। ত্রিপুরা সম্প্রদায় থেকে কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
ইসলাম ধর্মে দিক্ষীত হয়ে পরে অস্থায়ী একটি মসজিদে ইমামতির দায়িত্ব নেন।
বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার।
তিনি বলেন, সন্ত্রাসীরা রাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে মসজিদের সামনে ব্রাশফায়ার করে হত্যা করে। ঘটনার পর সেখানে রোয়াংছড়ি ও পার্শ্ববর্তী লংলাই সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা গিয়েছে।
এছাড়া রোয়াংছড়ি থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এলাকাটি রংপুর সদর থেকে ১২ কিলোমিটার দূরে।
তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন থেকে সন্ত্রাসীরা ঐ মসজিদের ইমামকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। ঘটনাস্থল তুলাঝিড়ি পাড়ায় গত কয়েক বছর ধরে মোঃ ওমর ফারুকের পরীবার সহ আরো কয়েকটি পরিবার বসবাস করে আসছিল। তারা সেখানে টিনের ছাউনির কাঁচা ঘরের একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে। সেখানে মোঃ ওমর ফারুক মসজিদের ইমামতি করে আসছিলেন।
শুক্রবার রাতে ৪, ৫ জনের একটি সন্ত্রাসীর দল বাড়ি ঘেরাও করে। ওমর ফারুককে ঘর থেকে ডেকে এনে মসজিদের সামনে গুলি করে হত্যা করে। তবে সন্ত্রাসী দলটি কারা ছিল এ বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানা যায়নি।