খাগড়াছড়ির রামগড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে।এ সময় ৩৯ জনকে জরিমানা করা হয়।
শুক্রবার (১৮জুন)বিকেলে রামগড় বাজারের এ অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ।এসময় রামগড় থানার সেকেন্ড অফিসার মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে সরকারী নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় ৩৯ জন পথচারী কে ২৫ টি মামলার মাধ্যমে ৩ হাজার ৮ শ ৬০ টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরন করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.মাহমুদ উল্লাহ মারুফ বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।