শেখ হাসিনা নির্দেশে চান্দগাঁও থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন তাদের প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সবার প্রতি এই আহবান জানাই, এই আহবানে সারাদিয়ে চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম শহীদের নেতৃত্বে ওয়াপদা কলোনী স্কুল প্রাঙ্গণে গাছ লাগায়ে উদ্বোধন করেন।

এর ধারাবাহিকভাবে সকল ওয়ার্ডে কর্মসূচি করা হবে। সবাই ৩টি করে গাছ লাগান, একটি হচ্ছে বনজ, একটা ফলদ ও একটা ভেষজ। কারণ গাছ আপনাদের আর্থিকভাবে মূল্য দেবে, পরিবেশ রক্ষা হবে এবং সেই সঙ্গে পুষ্টির জোগানও দেবে।’

মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে, জাতির পিতার আদর্শ নিয়ে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক, আরও সুন্দর হোক এবং আমাদের পরিবেশ যেন ঠিক থাকে।’ পরিবেশ এবং প্রতিবেশ ঠিক রেখে এই দেশের সার্বিক উন্নয়নের অংশীরদার হতে চাই চান্দাগাঁও থানা ছাত্রলীগ। সেই উন্নয়নের জন্যই আমাদের এই পদক্ষেপ।’

এতে উপস্থিত ছিলেন সংগঠেনর সহ-সভাপতি আব্দুল্লাহ আল আহসান হিমেল, ফরহানুল হক রাকিব, মোঃ তাসিন, চান্দঁগাও থানা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম, মোঃ সানি রায়হান আরফাত, রিপন, আহাদ, তাকিব, অভি মিত্র রাজ, আসমাইল সিকদার, আফতাব উদ্দীন তাহসিন, শাহাদাত হোসেন আবিদ, ফাহিম শাহ, মাহির আল ফয়সাল, মোঃ মিরাজ, মোঃ সাজ্জাদ, ইমরান শিকদার, মোঃ অভি, মোঃ বাহার, মোঃ ইফতি, কাজী তফসীর, মোঃ আফতাব উদ্দীন গালিব, মোঃ ইসবাত প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.