জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
আজ রোববার দুপুরে শুলকবহর ওয়ার্ডের আওতাধীন বাদুরতলা এলাকায় “তাদিদুল কোরআন এতিমখানা ও মাদ্রাসায় মৌলানা এমজাদ হোসেনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিল পরবর্তী এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
মিলাদের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা নুরউদ্দিন তুপানের সভাপতিত্বে কাজী মোহাম্মদ আলভীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনি রশিদ, ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও নুর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবী জানায়। জাতির পিতার হত্যাকাণ্ড খুনি জিয়াউর রহমান নেতৃত্বে হয়েছিলো বলে বক্তরা মন্তব্য করেন। সবাই ঐক্যবদ্ধ থেকে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা’ বিনির্মানের অঙ্গীকার করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাদুরতলা ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, মহানগর সেচ্ছাসেবকলীগের সদস্য ও আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু তাহের, এরশাদ উল্লাহ মুন্না, জাহেদুল আলম, মোহাম্মেদ সায়েম, এস এম নেওয়াজ বাদুরতলা ইউনিট যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মিনহাজ পাঁচলাইশ থানা ছাত্রলীগের মইন উদ্দিন জিসান, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা রাইহান শিকদার।
ছাত্রলীগ নেতা মইন শোভন, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা আনিদ্য সিংস আদি,ফারদিন চৌধুরী, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফাহিম, সাকিব প্রমুখ।
মিলাদের পর বিশেষ মোনাজাতে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ শহীদ হওয়া তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা এবং ১৯৭১ সালে নিহত সকল শহীদের আত্নার শান্তির জন্য দোয়া করা হয়।