যথাযোগ্য মর্যাদায় আনোয়ারায় জাতীয় শোক দিবস পালিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় আনোয়ারা উপজেলায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকাল থেকে এ উপলক্ষে উপজেলা প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।

সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন আনোয়ারা উপজেলা প্রশাসন। এর আগে ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা শ্রদ্ধা জানায়।

সকাল সাড়ে ১০টায় বৃক্ষ রোপন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে কালোব্যাজ ধারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক ও আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাকিলা চৌধুরী সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আনোয়ারা।

এছাড়াও অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠন শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং এতিমদের খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.