শোক দিবসে জোরারগঞ্জে আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচি পালিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ( ১৫ আগষ্ট) সকালে শোক র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টারের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল শোক র‌্যালী জোরারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতৃবৃন্দ।

পরে মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জিএম শহীদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটু, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন অপু, সাংগঠনিক সম্পাদক বিধান কর, ধর্মীয় সম্পাদক মাওলানা নুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর রহমান শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক মালুম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম মিয়ন মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোপাল দেবনাথ, ৪নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি ফজলুল করিম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউছুফ হাজারী, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল হাসান, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুজন, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলমসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে হত্যা করার জন্য ১৫ আগস্টের নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আজকের দিনে আমাদের চাওয়া বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। পাশাপাশি শুধু খুনিরা নয়, বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্যে যারা ছিল সেই ষড়যন্ত্রকারী ও কুশীলবদের যাতে বিচার হয়, আজকের দিনে সেটাই আমাদের প্রতিজ্ঞা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.