স্বাধীনতার মহানস্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ , উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী , উপজেলা নির্বাচন কর্মকর্তা ইফরান উদ্দিন আহমেদ, বাংলা একাডেমির আজীবন সদস্য কবি আদিল চৌধুরী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম আনোয়ার , উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী মাষ্টার হারুন রশীদ ও শিক্ষার্থী তসলিমা আক্তার ,এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা, সাংবাদিক , শিক্ষক ও শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন মাষ্টার মেধু বড়ুয়া ।