কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত) ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটককৃত নারী হলেন, কক্সবাজারের কলাতলী আদর্শ গ্রাম, ১২নং ওয়ার্ডের মৃত আবুল কালামের স্ত্রী সুফিয়া বেগম (২৮)।
এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ‘গোপন সংবাদে জানতে পারি যে, কতিপয় মাদক কারবারী মহেশখালী হতে স্পিডবোটযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে কক্সবাজার সদর থানার নতুন বাহারছড়া ৬নং ঘাট সংলগ্ন টোলঘর এর সামনে অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে ওই স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা মাদক কারবারী কৌশলে পালিয়ে যাওয়ার সময় আটক হয়।
তিনি জানান, ধৃত আসামীর সাথে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশি করে ২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ মহেশখালী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে।
গ্রেফতারকৃত সুফিয়া বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।