পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় সিএনজি রেখে চা খাওয়ার সময় গায়ে ধাক্কা লাগায় মো. নুরুল হক (৫০) নামে এ সিএনজি অটোরিক্সা চালককে ছুরিকাঘাতে খুন করেছেন জনি নামে এক যুবক। ঘটনার পর ঘাতক মো. জনি (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৪ জুলাই, বুধবার দুপুরে নগরীর পাচঁলাইশ থানার বাদুরতলায় ঘটে এ ঘটনা।
নিহত নুরুল হক চান্দগাঁওয়ের খাজা রোডের পাক্কার দোকানের পাশে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, বাঁদুরতলা এলাকায় বুধবার দুপুরে চা খাওয়ার সময় গায়ে ধাক্কা লাগায় নুরুল হককে ছুরিকাঘাত করে মো. জনি। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ঘটনার পর নিহত নুরুল হকের স্ত্রীর করা মামলায় অভিযুক্ত যুবক জনিকে গ্রেপ্তার করা হয়েছে।