চট্টগ্রামে একদিনে হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রামে করোনার ভয়াবহ অবস্থা একদিনে হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে সবশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩ জন।

করেনা রোগী শনাক্ত হয়েছে৷ যা এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ সংখ্যা।

এদিকে, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৬ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ শত।

মঙ্গলবার (১৩জুলাই) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সরকারি বেসরকারি ও কক্সবাজারের ১২টি ল্যাবে ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় এসব রোগী পাওয়া যায়। শনাক্ত হওয়া ১ হাজার ৩ জনের মধ্যে নগরের ৬৫২ জন এবং উপজেলার ৩৫১ জন রয়েছে। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে হাটহাজারীতে। তাতে ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৭৮৭ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.