নগরীতে কোটি টাকার মাদক আইসসহ আটক ৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কোটি টাকা মূল্যের ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) নিয়ে র‌্যাবের হাতে আটক হয়েছে ৩ মাদক ব্যবসায়ী। তবে ভয়ঙ্কর এ মাদকদ্রব্যের মূলহোতা রুবেল দেশ ছেড়ে পালিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার ১৩ জুলাই সকাল ১১টায় র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল পতেঙ্গা সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।

লে. কর্নেল মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ তিনজনকে আটক করা হয়েছে। কিন্তু এ মাদক আমদানির মূলহোতা রুবেল পলাতক রয়েছে। রুবেল পটিয়ার মধ্যম বাতুয়া এলাকার বাসিন্দা।

আটক মাদক কারবারিরা জানান, রুবেল দেশ ছেড়ে সৌদি আরব পালিয়েছেন। আটক ৩ মাদক ব্যবসায়ী হলো শহিদুল ইসলাম টিপু, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেক। টিপু পটিয়ার বাতুয়া এলাকার মো. মুসার ছেলে, আমির রশিদ একই এলাকার মরহুম মাহমুদুল হকের ছেলে। তারেক রাউজান থানার নোয়াপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.