মু‌জিবব‌র্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘ‌রের গুণগত মান প‌রিদর্শন কর‌লেন ডি‌সি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মু‌জিব শতবর্ষ উপল‌ক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের গুনগত মান ঠিক আছে কিনা তা যাচাই করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের নেতৃত্বে একটি টিম।

আজ শনিবার (১০ জুলাই) সকালে জেলা প্রশাসক ফটিকছড়ি পৌরসভার ৮০টি এবং পাইন্দং ইউনিয়নের ১৮৮টি গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় জেলাপ্রশাসক ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে সহায়তা এবং বৃক্ষরোপণের জন্য ৫টি করে গাছ বিতরণ করেন। ফটিকছড়ি উপজেলার গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করে কাজের গুণগতমান নিয়ে জেলাপ্রশাসক সন্তোষ প্রকাশ করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর দেওয়ার সিদ্ধান্ত নেন। এ প্রকল্প বাস্তবায়নে শতভাগ গুণগত মান বজায় রাখতে কাজ করছে জেলা প্রশাসন।

করোনা মহামারির মধ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দফতর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় করে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.