চট্টগ্রামে কমেছে শনাক্ত ও মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গত ২৪ চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০৩ জন এবং মারা গেছেন ৩ জন। একইদিনে করোনা কেড়ে নেওয়া ৩ জনের মধ্যে নগরের ২ জন ও উপজেলায় ১ জন।

শতকরা হিসেবে শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৯৯ জনে। আর নতুন ৩ জনসহ এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭ জনে।

সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই দিন ১২টি ল্যাবে ১৯০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২১ জনের মধ্যে ৭১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৭১ জনের মধ্যে ২০৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৯ জনের মধ্যে ৫৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২০ জনের মধ্যে ৭৩ জনের করোনা শনাক্ত হয়। তবে কক্সবাজার মেডিকেল কলেজ হাপসপাতালে ১১ জনের মধ্যে কারোই করোনার বিষ পাওয়া যায়নি।

এছাড়া, ৮৮ জনের এন্টিজেন টেস্টে ৩৪ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৮২ জনের মধ্যে ৫৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮৯ জনের মধ্যে ২৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭ জনের মধ্যে ২২ জন, মেডিকেল সেন্টারে ২০ জনের মধ্যে ৯ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ জনের মধ্যে ৪০ জনের করোনা পজেটিভ ফল পাওয়া যায়।

এদিন উপজেলার মধ্যে আক্রান্তের সংখ্যা— লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, পটিয়ায় ২ জন, বোয়ালখালীতে ১০ জন, রাঙ্গুনিয়ায় ১৯ জন, রাউজানে ২৮ জন, ফটিকছড়িতে ২০ জন, হাটহাজারীতে ২০ জন, সীতাকুণ্ডে ২৬ জন, মিরসরাইয়ে ৩৬ জন ও সন্দ্বীপে ৪ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.