মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর মার্কেটের ইউনাইটেড হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ জুলাই) মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় হাসপাতালের ভেতরে ৮ জন সিজারের রোগী থাকলেও নবজাতকসহ তাদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই হাসপাতালের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।