টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের বেবি বাষ্পের ছবি প্রকাশ্যে এসেছিল গত মাসে। তখন জানা গিয়েছিল আগামী সেপ্টেম্বরে সন্তান জন্মের সম্ভাব্য সময়। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। সময় হয়ে এসেছে সন্তানের লিঙ্গ জানার। অর্থাৎ ছেলে সন্তান হচ্ছে, নাকি মেয়ে সন্তান হচ্ছে।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। যেখানে সন্তানের কিছুটা ধারণা পাওয়া গেছে।
পাশ্চাত্য সংস্কৃতিতে সন্তানের লিঙ্গ প্রকাশ করা উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হতো। আয়োজনে একটি কেক কাটা হয়। কেকটি যিনি বানান তিনিই কেবল সন্তান সম্পর্কে জানেন। কেক বানানোর সময় ভিতরে নীল অথবা গোলাপি রঙের স্তর থাকে। নীল স্তর থাকলে বুঝায় ছেলে সন্তান হবে আর গোলাপি স্তর বুঝায় মেয়ে সন্তান হবে।
এদিকে নুসরাতের বাড়ি পৌঁছানো কেকের উপর লেখা, ‘বয় অর গার্ল?’। যার অর্থ ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। বয়-এর উপরে নীল রঙের পতাকা আঁকা আর গার্ল-এর উপর গোলাপি রঙের পতাকা। নুসরাত সেই ছবির উপরে চুম্বনের চিহ্ন এঁকেছেন।
নুসরাত ইতোমধ্যে বুঝে গিয়েছেন তার ছেলে হবে না মেয়ে হবে। এদিকে এ প্রশ্নের উত্তর জানার জন্য আগ্রহী নেটিজেনরা। আবার সন্তানের পিতৃ-পরিচয় নিয়েও জানার আগ্রহ নেটিজেনদের। যদিও এ নিয়ে এখনো মুখ খুলেননি নুসরাত।