চট্টগ্রামে করোনা আক্রান্তের হার রেকর্ড ছাড়িয়েছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৬১ হাজার ৫৮৯ জন। এদিন মরণঘাতি এই ভাইরাসের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন।

গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

মঙ্গলবার (৬ জুলাই ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৫২১ জনের নমুনা পরীক্ষা করে ২১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯ জলের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভাসু ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ৮১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৪২১ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতালে ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শেভরনের ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরটিআরএলে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৭জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এপিক হেলথ কেয়ারে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার লোহাগাড়া উপজেলায় ১০, সাতকানিয়া উপজেলায় ০১ জন, বাঁশখালী উপজেলায় ০৯ জন, আনোয়ারা উপজেলায় ০৬ জন, চন্দনাইশ উপজেলায় ০২জন, পটিয়া উপজেলায় ০৮ জন, বোয়ালখালী উপজেলায় ১০ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ১৩ জন, রাউজান উপজেলা ২০ জন, ফটিকছড়ি উপজেলায় ৩২ জন, হাটহাজারী উপজেলায় ২১ জন, সীতাকুণ্ড উপজেলায় ৪১ জন, মীরসরাই উপজেলায় ৩৮ জন ও সন্দ্বীপ উপজেলায় ০৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানান, সোমবার চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬২ জনের। মৃত্যু হয়েছে ৭ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৫৮৯ জন। তারমধ্যে মহানগরের ৪৭ হাজার ৮৩০ ও উপজেলা পর্যায়ের ১৩ হাজার ৭৫৯ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.