করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনে এবার চট্টগ্রামেও এককভাবে মাঠে নামছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জাগায় চেকপোস্ট কার্যক্রম ও রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে অপ্রয়োজনে বের হলেই আটক করবে র্যাব।
সোমবার (৫ জুলাই) বেল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করে র্যাব-৭। যা পুরো চট্টগ্রাম জুড়ে চলবে।
এ কার্যক্রমের মাধ্যমে কঠোর বিধিনিষেধ পালনে পাড়ার অলিতে গলিতে যাবে র্যাবের টিম। সরকারি আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে নিবে আইনগত ব্যবস্থা— এমনটাই জানিয়েছেন র্যাব-৭ এর এএসপি (মিডিয়া) নুরুল আবসার।
র্যাব বলছে, চেকপোস্টগুলো থেকে বিনা প্রয়োজনে সকলকে ঘরের বাইরে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। সরকারি বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে যথাযত প্রশ্নের জবাব দিতে হচ্ছে। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হচ্ছে।
সাধারণত কঠোরতার মধ্যেই পাড়া-মহল্লায়, অলি-গলিতে বা চায়ের দোকানে আড্ডা, জটলা জমে। সেটা এবার কোনোভাবে হতে দেবে না র্যাব। সেজন্য প্রত্যেক ব্যাটালিয়ন সার্বক্ষণিক চেকপোস্ট, পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করবে।