কঠোর লকডাউন; বন্ধ কমিউনিটি সেন্টার, ক্লাব এবং হোটেল গুলো। কিন্ত চলে যাচ্ছে বিয়ের লগ্ন। তাই বলে কি থেমে থাকবে বিয়ে! তাই তো থেমে নেই বধু বরণ এবং বর যাত্রার রঙিন গাড়ি। এখন বাসা-বাড়িই হয়ে উঠেছে মিনি কমিউনিটি সেন্টার! ঘরে ঘরে বসছে বিয়ের আসর।
রসিকজন কৌতুহল করে-এই বিয়ের নাম দিয়েছেন ‘কঠোর লকডাউনে-কঠোর গোপনীয় বিয়ে’!
সীমিত লকডাউনে-সীমিত পরিসরে বিয়ে চললেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কঠোর অবস্থান দেখা যায়নি। ছোট আয়োজনে কমিউনিটি সেন্টার এবং বড় বড় হোটেল-রেস্টুরেন্ট গুলোতে গোপনে অনেক বিয়ের হয়েছিল।
কিন্তু প্রাণঘাতি করোনার সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছেন। কঠোর বিধিনিষেধে চলছে সারাদেশে লকডাউন।
কঠোর লকডাউনের প্রথম দিনেই নগরীরতে কঠোর গোপনীয়তায় হয়ে গেলো অনেক গুলো বিয়ে। তবে প্রতিটি বিয়ের আসর বসেছিল বর-কনের বাসা বাড়িতে।
সামাজিক দূরত্ব মেনেই পারিবারিক পরিবেশেই এসব বিয়ে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
অনেকেই পারিবারিক পরিবেশে সামাজিক দূরত্ব মেনে বিয়ে করার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছেন।কঠোর লকডাউনের প্রথম দিনেই গাড়ি চলাচল বন্ধ থাকায় নগরীর রাজপথে দিনে-দুপুরে রিক্সা যোগে নব বধূ বিয়ের সাজে-বিয়ের আসরে যাওয়ার ছবি নগরবাসী বেশ উৎসুক দৃষ্টিতে উপভোগ করেছেন।
আবার রাতের আঁধারে এ্যাম্বুলেন্স যোগে বর বিয়ের আসরে যাওয়ার পথে সার্জেন্টের হাতে আটক হওয়ার খবর ও উপভোগ করেছেন উৎসুক নগরবাসী।
সব মিলে বলা যায় কঠোর লকডাউনে-কঠোর গোপনীয় বিয়ে থেমে নেই।