চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউন না মানার অপরাধে ২৯ জনকে ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) সকালে লোহাগাড়া সদর বটতলি মোটর স্টেশন, আধুনগর খাঁনহাট বাজার, বড়হাতিয়া মনুফকিরহাট বাজার, সেনেরহাট বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, চলমান লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন। লকডাউন অমান্য করে দোকানপাট খোলা ও ঘর থেকে বের হওয়ার অপরাধে ২৯ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ আইন-২০১৮এর ২৪ ধারায় ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়েছে।
লকডাউন চলাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।