চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা,একদিনে শনাক্ত ৪২১, মৃত্যু ৪

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রামে একের পর এক বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি করোনা আক্রান্ত থেকে বাদ পড়ছেন না ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য কর্মীরাও।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না এ জেলার সাধারন মানুষ। যে যার মতো করে বাইরে বের হচ্ছেন।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২১ জন এবং একই দিনে মারা গেছেন ৪ জন।

শতকরা হিসাবে এ হার ৩৪ শতাংশের বেশি। যা এ যাবৎকালে সর্বোচ্চ। করোনা টেস্টে প্রতি তিনজনে একজন আক্রান্ত হয়েছে।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১০ জনে। আক্রান্ত ৪২১ জনের মধ্যে ২৮৪ জন নগরের ও ১৩৭ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৭৩৭ জনে।

সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার (১ জুলাই) মধ্যরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই দিন ১১টি ল্যাবে ১২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ল্যাবগুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৮ জনের মধ্যে ৪৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৪৬ জনের মধ্যে ১২৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮ জনের মধ্যে ৬৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৭ জনের মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া, ২৪ জনের এন্টিজেন টেস্টে ৭ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৬০ জনের মধ্যে ৪৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২২ জনের মধ্যে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪১ জনের মধ্যে ‌২১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩ জনের মধ্যে ১৯ চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৪ জনের মধ্যে ‌১৫ জন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৯ জনের মধ্যে ২৭ জনের করোনা পজেটিভ ফল পাওয়া যায়।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোনও করোনা পরীক্ষা করা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.