করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারঘোষিত লকডাউনে কঠোর হয়েছে উখিয়া উপজেলা প্রশাসন। লকডাউনের কারণে বৃদ্ধা আছিয়ার একমাত্র উপার্জনকারী ছেলে জাগির হোসেনের আয় বন্ধ রয়েছে।
ছয় সদস্যের পরিবারের সবাই সারাদিন ছিল না খেয়ে। পরিবারের করুণ এ পরিস্থিতি জানাতে উখিয়া রাজাপালং ইউনিয়নের টাইপালংয়ের বাসিন্দা জাগির হোসেন ফোন দেন জাতীয় জরুরি সেবা ৩৩৩ নম্বরে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে ফোন পেয়েই দুর্গম পথ পাড়ি দিয়ে অসহায় পরিবারটির জন্য খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ। জাগিরের মা বৃদ্ধা আছিয়া খাতুনের হাতে তুলে দেন চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, উপজেলার যারা হতদরিদ্র কর্মহীন মানুষ রয়েছেন, তাদের জন্য আমরা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছি।লকডাউনের প্রথম দিনে তিনজনকে এই সহায়তা দেওয়া হয়েছে। আমরা খবর পেলে যাচাই সাপেক্ষে সহায়তা পৌঁছে দেব।
খাদ্যসহায়তা পেয়ে উচ্ছ্বসিত বৃদ্ধা আছিয়া বলেন, ‘আল্লাহ রহম করুক ইউএনও সাবোরে, বেশি খুশি হইয়ি। হারাদিন ন হাই আইসসিলাম।