চট্টগ্রাম নগরীতে রোগীদের জন্য ফ্রি ২২টি সিএনজি অটোরিক্সা উদ্বোধন করলেন সিভিল সার্জন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

করোনাকালীন সময়ে শুধুমাত্র রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ ফসিউল আলমের উদ্যোগে ফ্রি যাত্রী সেবার জন্য (২৪ ঘন্টা) মোট ২২টি সিএনজি অটোরিক্সা উদ্বোধন করা হয়েছে।

আজ ১ জুলাই বৃহস্পতিবার বিকেলে নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এসব সিএনজি অটো রিক্সার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, নগর যুবলীগ নেতা রিটন, নাজমুল, মুন্না, আজাদ, মুয়াজ্জেন, নিয়াজ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ইসতিয়াক, রণি, সাকিব, রিশাদ প্রমূখ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক এক সপ্তাহের জন্য (১-৭ জুলাই) কঠোর লকডাউন ঘোষনা দিয়ে সকল যান্ত্রিক গণপরিবহন বন্ধ ঘোষনা করেছেন।

এসময়ে রোগী সাধারণ হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে যেতে চাইলে পরিবহন সংকটে পড়বে। এ মানবিক বিষয় বিবেচনায় এনে জাতির দুঃসময়ে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ ফসিউল আলম মানবতার সেবায় এগিয়ে এসেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.