নতুন বছরে কী কী কাজ করা ভালো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। জীবন বদলাতে নতুন বছর উপলক্ষে নতুন কী কী অঙ্গীকার করতে পারেন তা জানিয়েছে রিডার্স ডাইজেস্ট। একনজরে দেখে নিন কী সেগুলো।

সফলতা অর্জনের জন্য নিজেকে তৈরি করুন
চলতি বছর হয়তো আপনার কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হয়নি। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছর নতুন করে নিজেকে গড়ে তুলুন। পরিবার, বন্ধুসহ সবার সহযোগিতা নিয়ে জীবনকে সফলতার শিখরে পৌঁছে দিন।

ইতিবাচক সকাল
ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া- এসব হোক নতুন বছরের অঙ্গীকার। এসব অভ্যাস আপনার শরীর ও মনকে চাঙ্গা রাখবে।

নিজের জন্য সময় দিন
বাগান করা, রান্না করা, ছবি আঁকা, বই পড়া এসব শখের অভ্যাস যদি আপনার থাকে সে কাজের জন্য সময় দিন। কাজে ব্যস্ত থাকুন।

ভ্রমণ করা
মানুষের সঙ্গে পরিচয় এবং নতুন অভিজ্ঞতা অর্জনের নিমিত্তে ছুটি নিয়ে বেড়িয়ে আসতে পারেন। যা আপনাকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিয়ে মনকে প্রফুল্ল রাখবে।

সন্তানকে ভালোবাসুন
মা-বাবার সন্তানের কাজের ওপর সন্দেহ করা উচিত নয়। সন্তান ভালো কোনো কাজ করলে উৎসাহ দেওয়া উচিত। নতুন বছর সন্তানকে পর্যাপ্ত সময় দিন।

সঞ্চয় করা
অপ্রয়োজনীয় কেনাকাটা পরিহার করতে পারেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা হোক নতুন বছরের অঙ্গীকার।

বাদ্যযন্ত্র বাজানো শিখুন
বাদ্যযন্ত্র বাজাতে শেখা সৃজনশীল কাজ। এই কাজের জন্য ধৈর্য, সৃজনশীল চিন্তা, অধ্যবসায় প্রয়োজন। এসব কিছুই আপনার ব্যক্তিগত ও কর্মজীবনের জন্য মঙ্গলজনক।

সতেজ রাখার অঙ্গীকার করুন
সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করা অত্যাবশ্যক। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত জিমে যাওয়ার অঙ্গীকার করুন।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.