রাইফা হত্যার বিচারে নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ভুল চিকিৎসায় সাংবাদিক কন্যা শিশু রাইফার মৃত্যুতে দায়ের করা মামলায় তিন বছরেও তদন্ত রিপোর্ট না দেয়ার গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে ।

গতকাল সোমবার রাইফার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ এই নিন্দা জানান। তাঁরা দেশে আর কারো যাতে ভুল কিংবা অপচিকিৎসায় মৃত্যু না হয়, সেই পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

হযরত আমানত শাহ ( রা:) মাজার সংলগ্ন এতিম খানায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাইফার পিতা সাংবাদিক রুবেল খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ন মহাসচিব ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য মহসিন কাজী, সাংবাদিক আল রাহমান, এম এ হোসাইন, এ এইচ এম কাওসার প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ ফজলুল কাদের।
সাংবাদিক নেতৃবৃন্দ চাঞ্চল্যকর রাইফা হত্যা মামলার তদন্তে ধীরগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। খবর বিজ্ঞপ্তির।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.