ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী তেলের দোকান,শতবর্ষী এই দোকানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া । তবুও ক্রেতার কমতি নেই। সকাল থেকে রাত অবধি নির্বিঘ্নে চলে কেনাবেচা । দোকানটির অবস্থান নগরীর আগ্রাবাদ এলাকার চৌমুহনী মোড়ে, যার নাম পাঠানটুলী চৌমুহনী তেলের দোকান । নানার ব্যবসার হাল ধরেছেন মো.ইদ্রিস সওদাগর । সরিষা,সয়াবিন, নারিকেল,কালোজিরা আর তিলের তেল বিক্রিতে চট্টগ্রাম নগরের চৌমুহনীতে চলছে শত বছরের এই ব্যবসা প্রতিষ্ঠান ।
ক্রেতারা বলছেন, তেলের গুণগত মান ভালো হওয়ায় তাদের আর খোঁজ করতে হয় না নতুন কোনো দোকানের । কয়েক দশক ধরে এই দোকান থেকে তেল নিয়ে যাচ্ছেন তারা । ঘানিতে তৈরী হয় সরিষা ও তিলের তেল ।আর অন্যান্য তেল কিনে আনা হয় সিটি গ্রুপের তেলের ফ্যাক্টরি হতে । মোড়কজাত করার খরচ না হওয়াতে গ্রাহকরাও কম দামে পাচ্ছেন সব ধরণের তেল ।
ঘানিতে সরিষা ভেঙ্গে সনাতন পদ্ধতিতে তেল উৎপাদন করা হয় । ফলে এই তেলে প্রাকৃতিক উপাদান সমূহের অপচয় হয় না বরং সঠিক ও নির্দিষ্ট পরিমাণ বজায় থাকে। অনেকেই শৈশব থেকেই তেল কিনছেন,কেউ কেউ কয়েক যুগ ধরে এ দোকানের নিয়মিত গ্রাহক । বিভিন্ন জেলার উদ্যোক্তারাও তাদের নিজের ব্যবসার কাজেও এ তেলটি ব্যবহার করে থাকেন । ক্রেতারাও যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছেন এ তেল নিয়ে ।