বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। শুক্রবার বা শনিবার এই লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে সমুদ্রবন্দর গুলোকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্কতায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া সতর্কতায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আরও পড়ুন: চিতা বাঁচাতে কুকুরের প্রশিক্ষণ

বজলুর রশিদ বলেন, ‘আগামীকাল বা পরশু লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’

ঘূর্ণিঝড় হলে বাংলাদেশে এর কেমন প্রভাব পড়বে এই প্রশ্নের উত্তরে বজলুর রশিদ বলেন, ‘লঘুচাপটি অনেক দূরে অবস্থান করছে। এ কারণে এর দিক এখনো স্পষ্ট নয়।’

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.