শ্রীলঙ্কার গৃহযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস জিতল বুকার পুরস্কার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
শেহানের হাতে বুকার পুরস্কার তুলে দেন ব্রিটেনের কুইন অব কনসর্ট ক্যামিলা । ছবি : সংগৃহীত

বিদ্রূপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেডা’র জন্য এবছর বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কান লেখক শেহান করুনাতিলকা। দ্য সেভেন মুনস অব মালি আলমেডা উপন্যাসটি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ–পরবর্তী প্রেক্ষাপট নিয়ে লেখা।

তার এ ‘অতিপ্রাকৃত’ উপন্যাসের নায়ক একজন আলোকচিত্রী, যিনি ১৯৯০ এর দশকে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের মধ্যে মারা যান। যুদ্ধের ভয়াবহতা আর হতাহতের সংখ্যা নিয়ে যখন বিতর্ক চলছিল, সে সময় এক আলোকচিত্রীকে ঘিরে এগিয়ে চলে বইয়ের কাহিনি। ওই আলোকচিত্রী তার এক বন্ধুকে বলেন, নিজের জীবদ্দশায় তোলা এসব ছবি তিনি প্রকাশ করতে চান। কারণ, এ ছবি প্রকাশ পেলেই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে মানুষ জানতে ও বুঝতে পারবেন।

আরও পড়ুন: নৈসর্গিক সমাধিস্থল চট্টগ্রামের ওয়ার সিমেট্রি

লন্ডনে এক অনুষ্ঠানে শেহানের হাতে পুরস্কার তুলে দেন ব্রিটেনের কুইন অব কনসর্ট ক্যামিলা। পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেকে সম্মানিত ও গর্বিত বলে মন্তব্য করেন শেহান।

ম্যান বুকার পুরস্কার (অথবা সংক্ষেপে বুকার পুরস্কার) বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত। প্রতি বছর (বিচারকদের মতে) বিগত এক বছরে প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণ-দৈর্ঘ্যের উপন্যাসকে এই পুরস্কারটি প্রদান করা হয়।
কেবল যুক্তরাজ্যে প্রকাশিত ইংরেজি ভাষার ‘ফিকশন’ বুকার পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। বুকারজয়ী লেখক পান ৫০ হাজার পাউন্ড। আর সংক্ষিপ্ত তালিকায় আসা বাকি পাঁচ লেখককে আড়াই হাজার পাউন্ড করে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.