চট্টগ্রাম জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম ২৫৭৪ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারায়ন রক্ষিত পেয়েছেন ১১৭ ভোট। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ২ জন।
সোমবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া এই ভোট চলে দুপুর দুইটা পর্যন্ত। চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার ১৫ কেন্দ্রে অনুষ্ঠিত ভোটের ফলাফল আসতে আরম্ভ করে বিকেল তিনটার দিকে।
এবারের জেলা পরিষদ নির্বাচনে দেশের সব জেলা পরিষদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার ছিলো চট্টগ্রাম জেলায় ২৭৩১ জন। যার মধ্যে ২৬৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। সব মিলিয়ে এই জেলা পরিষদ নির্বাচনে ৯৮ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
আরও পড়ুন: ভোটগ্রহণ চলছে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে
এটিএম পেয়ারুল ইসলাম আনারস প্রতীকে কাস্টিং ভোটের প্রায় ৯৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নারায়ণ রক্ষিত পেয়েছে ৪ শতাংশ ভোট। ঘোষিত ফলাফলে দেখা যায় পেয়ারুল ইসলাম সর্বোচ্চ ভোট পেয়েছেন নিজ এলাকা ফটিকছড়িতে, সেখানে নারায়ন রক্ষিত পেয়েছেন ৩ ভোট।
নারায়ন বেশিরভাগ উপজেলাতেই এক অঙ্কের চেয়ে বেশি ভোট পাননি, এমনকি রাঙ্গুনিয়ায় ব্যালট বাক্সে মোটর সাইকেল প্রতীকে একটা ভোটও পড়েনি।
চট্টগ্রামে দিনভর ভিন্ন মেজাজের এক ভোটই দেখা গেলো এবারের জেলা পরিষদ নির্বাচনে। কোন কেন্দ্রে কোন বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরায় ছিলো প্রতিটি ভোট কেন্দ্রের মনিটরিং ব্যবস্থা।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে নি।