মিস্ত্রীপাড়া মহল্লা কমিটির পরিচিতি সভা

ভালো কাজ অনেকভাবে করা যায়: আমিনুল হক বাবু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর আমিনুল হক বাবু বলেছেন, প্রতিটা পরিবারের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকাই সমাজের কাজ। শুধু বিয়ে ,মেজবান, ফটোসেশান আর পরনিন্দা করা সমাজ কমিটির কাজ হতে পারে না। ভালো কাজ অনেকভাবে করা যায়, একটা সেলাই মেশিন কিংবা একটি রিকশা ভ্যান দিয়েও একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করা যায়।

তিনি শনিবার (১৭ সেপ্টেম্বর) নবগঠিত মিস্ত্রীপাড়া মহল্লা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ২৪নং ওয়ার্ডে সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুন্সি মিঞার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহল্লা কমিটির সর্দার মুহাম্মদ ইলিয়াছ মেম্বার।

১নং যুগ্ন-সর্দার মুহাম্মদ শাহ্ আলম’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর, সমাজসেবক আমিনুল হক বাবু। তিনি নবগঠিত মহল্লা কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, নতুন সমাজ কমিটি প্রথাগত কমিটির পরিবর্তে সর্দার ও যুগ্ন-সর্দার প্রথা চালু করেছেন যা অন্য মহল্লার জন্যে দৃষ্টান্ত।

আরও পড়ুন: ভুল করে অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা, তারপর…

সভায় আরও বক্তব্য রাখেন- মহল্লা কমিটি সর্দার আলহাজ মেহেবুব হাসান রানা, সমন্বয়কারী হাসান মুরাদ, সর্দার জহিরুল ইসলাম জহির, মো. আকবর আলী, মোহাম্মদ শাহজাহান, রেজাউল করিম রিটন এবং মহল্লা কমিটির যুগ্ন-সর্দারগণ যথাক্রমে হাজী মোখলেসুর রহমান, মোরশেদ আহাম্মদ, কামাল উদ্দিন, বদিউল আলম, খুরশিদ আলম ১, খুরশিদ আলম ২, হাজী আবদুল গণি, মোহাম্মদ ইকবাল, আব্দুর রহিম বাবুল, হাজী শাহজাহান, মো. জাবেদ ১, মো. জাবেদ ২, আব্দুস ছাত্তার, হাসান মুরাদ, গোলাম কবির বাপ্পি প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.