অত মজাদার লোক নই আমি: একেন বাবু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
aken babu

গোয়েন্দা উপন্যাস কিংবা গোয়েন্দা সিরিজের প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি। সম্প্রতি ওটিটি জনপ্রিয় হওয়ার পর গোয়েন্দা সিরিজের প্রতি মানুষের আগ্রহও বেড়েছে। ভারতীয় গোয়েন্দা সিরিজ একেন বাবু, দ্যা একেন সহ বেশ কয়েকটি গোয়েন্দা সিরিজ দুই বাংলার দর্শকদের কাছেই বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে, সিরিজের প্রধান চরিত্র একেন বাবু। হাস্যরসের মাধ্যমে কঠিন কঠিন সব সমস্যার সমাধান খুঁজে বের করা যেন তার বাঁ হাতের কাজ।

টাক মাথা, ঠোঁটের নিচে গোঁফ, ডায়লগে দারুন রসবোধ, সবমিলিয়ে জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ফেলুদার জটায়ু কিংবা একেন বাবু চরিত্রে অভিনয় করা অনির্বাণ চক্রবর্তী দারুণ জনপ্রিয়। এক দিকে একেনবাবু, অন্য দিকে জটায়ু— দুই বৈগ্রহিক চরিত্রেই তাঁর আদল মানুষের মনে গেঁথে গিয়েছে ইদানি। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে এক আড্ডা ‘অ-জানাকথা’য় এসে সে গল্পই বলছিলেন অনির্বাণ।

অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবং একেনবাবু এখন এ ভাবেই এক হয়ে গিয়েছেন আট থেকে আশি দর্শকের চোখে। কিছু দিন আগেও বিষয়টা গোলমেলে ঠেকত বলে জানান অভিনেতা। সদ্য যখন ‘একেনবাবু’র প্রথম সিজন মুক্তি পেয়েছিল, সেই সময়েও সাধারণ যানবাহনে চড়তেন অনির্বাণ। অভিনেতা হিসাবে সদ্য পরিচিতি পাচ্ছেন যখন, এক বার মজাদার এক অভিজ্ঞতা হয়েছিল।

আরও পড়ুন: চরকিতে ‘দুই দিনের দুনিয়া’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী

অনির্বাণ হাসতে হাসতে বললেন, মেট্রোয় উঠেছি। সামনে এসে দাঁড়াল একটি ছেলে। আমার দিকে তাকিয়ে রয়েছে আর ভাবছে এই কি সেই লোক? খুব সংশয়ে। না তাকিয়েও বুঝতে পারছিলাম ব্যাপারটা। ছেলেটি এর পর যেটা করল ভাবতে পারবেন না। ওর ফোনে হইচই (ওটিটি অ্যাপ) খুলে একেনবাবু চালাল। দেখছে আর মেলাচ্ছে। আমি শুনতে পাচ্ছি আমারই সংলাপ। সে এক পরিস্থিতি বটে!

তারপর সেই তরুণ নিশ্চিত হয়ে প্রশ্ন করেছিলেন অনির্বাণকে, আপনিই একেনবাবু না? সেলফি নেব একটা? এতে অস্বস্তিতে পড়ে অনির্বাণ বলেন, চট করে নাও। চট করে নাও।

আসলে ব্যক্তি অনির্বাণ আর সিরিজের একেন তো একেবারেই এক মানুষ নন। তিনি লাজুক, কম মিশুকে। লোকজনের মুখোমুখি হতে অস্বস্তি বোধ করেন। লাইভ আড্ডায় হাসি-গল্পের মাঝে নিজেই সে কথা জানিয়ে দিলেন। বললেন, কিছু লোকে বোর হয়ে যান। ভাবেন, কই, একেনের মতো গপগপ করে খাই না, কথায় কথায় রসিকতা করি না। অত মজাদার লোক নই তো আমি!

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.