মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশের বান্দরবানের ঘুমধুমে ১জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রু নো-ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ঘটে এ ঘটনা। ঘুমধুম ঘোনার পাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পরপর ৪টি মর্টার শেল এসে বিস্ফোরণ হয়, এতে ঘটনাস্থলে একজন রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ছয়জন। নিহত যুবকের নাম ইকবাল হোসেন।
শূণ্যরেখায় বসবাসকারি রোহিঙ্গা কমিউনিটির নেতা দিল মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চারটি গোলার মধ্যে একটা ক্যাম্পের ভেতরে এসে পড়েছে। দুইটি ক্যাম্পের ১০ গজ দূরে এবং অপর একটি গোলা ক্যাম্পের আশপাশে কোথাও পড়েছে।
আরও পড়ুন: যুদ্ধবিমান থেকে বান্দরবানে গোলা ছুঁড়ল মিয়ানমার
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি, মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দিনের বেলা এ শব্দ থাকে না।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশিচত করে বলেন, সীমান্তের অবস্থা খুবই ভয়াবহ। মিয়ানমারের অভ্যন্তরে সন্ধ্যা থেকে গোলাগুলি শুরু হয়েছে। আর কয়েকটি মর্টার শেল আমাদের সীমানায় এসে পড়ায় স্থানীয়দের মধ্যে আতংক শুরু হয়েছে।