পাকিস্তানে আনন্দ মিছিলে গুলি, প্রাণ হারালেন ৩ জন

এশিয়া কাপে আফগানদের বিপক্ষে বিজয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে টানটান ম্যাচ জেতার আনন্দ মিছিল পরিণত হলো বিষাদে। পাকিস্তানে সমর্থকদের মিছিলে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন, আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার রাতে ম্যাচ শেষে বিজয় উল্লাসে এ ঘটনা ঘটে।

বুধবার রাতের ম্যাচে শেষ ওভারে নাসিম শাহের অবিশ্বাস্য দুই ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে জিতে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। পাকিস্তানের এই অবিশ্বাস্য জয় উৎযাপনের মধ্যেই ঘটে গেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। পাকিস্তানের পেশোয়ারে জয় উৎযাপন করতে গিয়ে বন্দুক থেকে ছোঁড়া ফাঁকা গুলিতে তিনজনের মৃত্যুর খবর জানিযেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের বার্তা সংস্থা এপিপি এক প্রতিবেদনে জানিয়েছে, পেশোয়ারের মাত্তানি আদ্দেজাই এলাকায় বন্দুক থেকে ছোঁড়া ফাঁকা গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে সুদাইস নামের একজন। অন্যদিকে, মাটনিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন খৈয়াম নামের আরও এক ব্যাক্তি।

আরও পড়ুন: নব্বইয়ের স্মৃতি: নাবিস্কো লজেন্স, মিল্লাত ঘামাচি পাউডার, টাইগার বাম, নতুন কুঁড়ি, ইকোনো কলম…

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নগরীর ডালাজাক রোড, নথিয়া ও কোটলা মহসিন খান এলাকায় ফাঁকা গুলিতে আহত হয়েছেন ৪ নারী। শহরের বিভিন্ন থানা এলাকা থেকে ফাঁকা গুলি চালানোর ঘটনাগুলি আমলে নেয়া হয়েছে। এছাড়া, ঘটনায় জড়িত ৪১ জনকে আটক করা হয়েছে।

এই ঘটনার পর নগরজুড়ে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালানোর দাবিও জানিয়েছেন নিহতের স্বজনরা। পুলিশও জানিয়েছে, ইতোমধ্যেই প্রাদেশিক মেট্রোপলিটন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.