অস্ট্রেলিয়াকে হারিয়েই দিল জিম্বাবুয়ে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

এবার ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে। ক’দিন আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় যে নেহাতই ‘অঘটন’ ছিল না, তাই যেন প্রমাণ করে দিল দীর্ঘদিন ক্রিকেটে ধুঁকতে থাকা দেশটি।

শুরুটা করেছিলেন বোলাররা, রায়ান বার্লের ঘুর্ণিতে মাত্র ১৪১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। আর তাতেই ইতিহাস গড়ার পথটা আগেই তৈরি করে ফেলে জিম্বাবুয়ে। ভয়টা ছিল অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিপক্ষে মামুলি টার্গেটটাও কী পূরণ করতে পারবেন চাকাভা-সিকান্দার রাজারা? নড়বড়ে ব্যাটিং একটু শঙ্কা জাগাল বটে, তবে শেষমেশ শেষ হাসিটা সফরকারীরা জিম্বাবুয়েই হাসল। ৩ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাসই গড়ে ফেলল দলটি।

অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৯৪ রান এসেছে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। ৯৬ বলে ঝরো ইনিংস খেলেন তিনি। ওয়ার্নারের পর দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন মাত্র একজন। গ্ল্যান ম্যাক্সওয়েল ২২ বলে ১৯ রানের ইনিংস খেলেন। আর কোনো ব্যাটসম্যানই ডাবল ফিগারে পৌঁছতে পারেননি। ৩১ ওভারে অস্ট্রেলিয়া ধসে পড়ে ১৪১ রানে।

আরও পড়ুন: প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানালেন অলক কাপালি

১৪২ রানের লক্ষ্য সামনে রেখে টাউন্সভিলে সফরকারীদের শুরুটাও নেহায়েত মন্দ হয়নি। জশ হেইজেলউডের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে তাকুজওয়ানাশে কাইতানো যখন ফিরছেন, তার আগেই যে উদ্বোধনী জুটিতে ৩৮ রান পেয়ে গেছে দলটি।

তবে ১১তম ওভারে পরপর দুই বলে যখন ফিরলেন ওয়েসলি মাধেভেরে আর শন উইলিয়ামস, তখন ক্ষয়রোগের ভয়টা খানিকটা পেয়ে বসল জিম্বাবুয়েকে, যদি ভেঙে পড়ে তাসের ঘরের মতো? দারুণ ফর্মে থাকা সিকান্দার রাজাও ফিরলেন খানিক বাদে, একটু পর তার পথ ধরলেন তখন পর্যন্ত ইনিংস সর্বোচ্চ ৩৫ রান তাদিওয়ানাশে মারুমানিও। জিম্বাবুয়ের ভয়টা ক্রমে বাড়ছিল বৈকি! তবে রেজিস চাকাভার ধৈর্যশীল ইনিংস (৭২ বলে ৩৭) জিম্বাবুয়েকে পৌঁছে দেয় লক্ষ্যে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.