বেটউইনার ডটকম নামের একটি গেমিং সাইট পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বাংলাদেশী প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল আউয়াল ও তোরাফ হোসেন। গতকাল বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান বেটউইনারের দূত হলে এ বেটিং সাইটটি আলোচনায় আসে।
সিআইডি জানায়, সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত পর্যবেক্ষণে অনলাইন প্লাটফর্ম ‘বেটউইনার ডটকম’ নামের বেটিং সাইটটি নজরে আসে। যেখানে অনলাইনে বেটিং বা জুয়া খেলা হয়। ছায়া তদন্ত শেষে সাইটটি পরিচালনার সঙ্গে যুক্ত কয়েকজনকে শনাক্ত করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলংকা: খেলার আগেই মাঠ গরম!
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, একজন জুয়াড়ি মোবাইল নম্বর অথবা ইমেইলের মাধ্যমে এই বেটিং সাইটে বা অ্যাপসে অ্যাকাউন্ট খোলে। সে সময়ে অ্যাকাউন্টে একটি ই-ওয়ালেট তৈরি হয়, যাকে জুয়াড়িরা ইউএসডিটি বলে থাকে। শুরুতে এই ব্যালেন্স শূন্য থাকে। ওই ওয়ালেটে ব্যালেন্স যোগ করার জন্য অনেক মাধ্যম রয়েছে, যার ভেতর বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্রাস্ট এজিয়াটা অন্যতম। এগুলোর যেকোনো একটি বেছে নিলে সেখানে একটি অ্যাজেন্ট নম্বর দেখায়, যেখানে ন্যূনতম ৫০০ টাকা দিলে কিছুক্ষণের মধ্যে ই-ওয়ালেট বা ইউএসডিটি ব্যালেন্স যুক্ত হয়ে যায়। এ ব্যালেন্স দিয়ে সে পরবর্তীতে জুয়া খেলতে পারে।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা জমাকৃত টাকা উত্তোলন করে ওই টাকা বাইন্যান্স নামক মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে রূপান্তর করে। পরবর্তীতে বাইন্যান্সের মাধ্যমে এ টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যায়। গ্রেফতারকৃত আসামিরা সকলেই এই অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।