ব্যস্ততা বেড়েছে তমা মির্জার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী তমা মির্জার ব্যস্ততা বেড়েছে। সিনেমার পাশাপাশি ওটিটি প্লাটফর্মে অভিনয়, মডেলিং সবমিলিয়ে ব্যস্ত সময় পার করছেন উঠতি এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে তিনি ওয়েব কনটেন্টে অভিনয় করছেন। সেগুলো আবারো প্রশংসিতও হচ্ছে। সেসব কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে মূলধারার সিনেমার কাজের ব্যস্ততাও রয়েছে।

করোনাকালের আগে কাজ করা ‘ফ্রম বাংলাদেশ’ নামের তার অভিনীত সিনেমাটি মুক্তি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় এ সিনেমাটির কারিগরি অংশের কাজ চলছে। চলতি বছরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন তমা।

২০১০ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তমা মির্জা। ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক তার। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

আরও পড়ুন: সন্তানের জন্য দৈনন্দিন রুটিন, ঘুম সব বদল গেছে। তবে সময়টা ভালো যাচ্ছে: নওশীন

তমা মির্জা বলেন, কাকলী আপার পরিচালনায় এর আগে নদীজন নামের একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সেটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। এবারের সিনেমাটিও বেশ তাৎপর্যপূর্ণ গল্প নিয়ে তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের একটি বিষয় নিয়ে এটির গল্প তৈরি করা হয়েছে। কাকলী আপা সব সময়ই নান্দনিক সিনেমা তৈরি করেন। আশা করছি এটিও একটি পরিচ্ছন্ন সিনেমা হবে। আমি এটির সফলতা নিয়ে আশাবাদী।

এদিকে ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিতব্য দুটি ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। অল্প সময়ের মধ্যেই এগুলোর শুটিং শুরু হবে। এছাড়া ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ‘পাপকাহিনী’ নামের দুটি সিনেমায় অভিনয় শুরু করেছিলেন তমা মির্জা। এই দুটির নির্মাণ কাজ অসমাপ্ত রয়েছে।

এদিকে মডেলিংয়েও নিয়মিত কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছেন তমা। সেটি থেকে একটি নাটক নির্মাণের কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.